![]() |
ছবি : ইন্টারনেট |
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
ভাদ্র মানে ঝলমলে
চাঁদ
দূর আকাশে ওই
ভাদ্র মানে হাজার
তারার
ফুটছে যেন খই।
ভাদ্র মানে মেঘ
বালিকা
পালায় দূরে দূর
ভাদ্র মানে নদীর
তীরে
অজানা এক সুর।
ভাদ্র মানে পল্লী
গাঁয়ে
তালের পিঠা ধুম
ভাদ্র মানে ফুলের
গন্ধে
কেড়ে নেয়া ঘুম।
ভাদ্র মানে দখিন
বায়ু
দোলায় কাঁশের ফুল
ভাদ্র মানে
পাখ-পাখালীর
কিচিরমিচির বোল।
mohiuddinjubayed89114@gmail.com
বাংলাদেশ
No comments:
Post a Comment