1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label মহিউদ্দিন বিন্ জুবায়েদ. Show all posts
Showing posts with label মহিউদ্দিন বিন্ জুবায়েদ. Show all posts

Wednesday, October 6, 2021

খুকুর হাসি


 

খুকুর হাসি

মহিউদ্দিন বিন্ জুবায়েদ

মায়ের কোলে খুকু হাসে চুমু খেলে গালে
তাই না দেখে টুনটুনিটা নাচে গাছের ডালে।
হাতে আছে পাতা কালার মিষ্টি সুরের বাঁশি
হিজলফুলের পাপড়ি দেখে খুকুর মুখে হাসি।

চোখের পাপড়ি নাড়ে খুকু দেখে টিয়া পাখি
ঝরাপাতার অলসদুপুর বউ কথা কও ডাকি।
কোলে নিয়ে বেড়ায় ঘুরে মউল বনে বনে
হাতটি নেড়ে বুঝায় খুকু কতো কথা মনে।

আনন্দ দেয় খুকুর মনে মায়ে নানা ছলে
ছড়া ছন্দ নানান কিছুর গল্প বলে বলে।
ঘুমে হঠাৎ খুকু যখন চক্ষু দুটি বুজে
চাঁদের দেশের তারাগুলো হন্য হয়ে খুঁজে।
mohiuddinjubayed89114@gmail.com
বাংলাদেশ 



Wednesday, October 21, 2020

ভাদ্র মানে

 

ছবি : ইন্টারনেট

                                                                     মহিউদ্দিন বিন্ জুবায়েদ

ভাদ্র মানে ঝলমলে চাঁদ

দূর আকাশে ওই

ভাদ্র মানে হাজার তারার

ফুটছে যেন খই।

 

ভাদ্র মানে মেঘ বালিকা

পালায় দূরে দূর

ভাদ্র মানে নদীর তীরে

অজানা এক সুর।

 

ভাদ্র মানে পল্লী গাঁয়ে

তালের পিঠা ধুম

ভাদ্র মানে ফুলের গন্ধে

কেড়ে নেয়া ঘুম।

 

ভাদ্র মানে দখিন বায়ু

দোলায় কাঁশের ফুল

ভাদ্র মানে পাখ-পাখালীর

কিচিরমিচির বোল।

mohiuddinjubayed89114@gmail.com
বাংলাদেশ



Saturday, August 1, 2020

আষাঢ় এলো

                                                                               ...মহিউদ্দিন বিন্ জুবায়েদ


আষাঢ় এলো বৃষ্টি ঝরে
দিন দুপুর,
খুকুর পায়ে জল ছুঁয়ে যায়
ওই নুপুর।

আষাঢ় এলো কদম কেয়া
ফুল ফোটে,
আষাঢ় এলো বাদলা আকাশ
দিন জোটে।

আষাঢ় এলো ঘরের বাইরে
সব মানা,
জেলে শুধু মাছের ঝাঁকে
দেয় হানা।

আষাঢ় এলো ঘ্যাঙর ঘ্যাঙ যে
ব্যাঙ ডাকে,
পুকুর ডোবা খালে বিলের
ওই বাঁকে।
mohiuddinjubayed89114@gmail.com
শেরপুর । বাংলাদেশ