1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

খুকুর হাসি


 

খুকুর হাসি

মহিউদ্দিন বিন্ জুবায়েদ

মায়ের কোলে খুকু হাসে চুমু খেলে গালে
তাই না দেখে টুনটুনিটা নাচে গাছের ডালে।
হাতে আছে পাতা কালার মিষ্টি সুরের বাঁশি
হিজলফুলের পাপড়ি দেখে খুকুর মুখে হাসি।

চোখের পাপড়ি নাড়ে খুকু দেখে টিয়া পাখি
ঝরাপাতার অলসদুপুর বউ কথা কও ডাকি।
কোলে নিয়ে বেড়ায় ঘুরে মউল বনে বনে
হাতটি নেড়ে বুঝায় খুকু কতো কথা মনে।

আনন্দ দেয় খুকুর মনে মায়ে নানা ছলে
ছড়া ছন্দ নানান কিছুর গল্প বলে বলে।
ঘুমে হঠাৎ খুকু যখন চক্ষু দুটি বুজে
চাঁদের দেশের তারাগুলো হন্য হয়ে খুঁজে।
mohiuddinjubayed89114@gmail.com
বাংলাদেশ 



No comments:

Post a Comment