1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

মেঘ কন্যার দিন

 


মেঘ কন্যার দিন 

কৃশানু কুন্ডু

 

মেঘ কন্যা, খুনসুটি খুব,

আঁধার আলোর ঘরে।  

তিস্তা হয়ে ছুটে বেড়ায়,

ঝর্ণা হয়ে ঝরে।   

রোদ যেখানে লুকিয়ে পড়ে 

পাহাড়চূড়ায় এসে । 

চোখ ধাঁধিয়ে ঠিকরে ওঠে

খিলখিলিয়ে হেঁসে ।  

আকাশ যেথা ঝাঁপিয়ে পড়ে,

নদীর বুকে এসে।  

ছায়ার শরীর তৈরী করে 

ডুবসাঁতারের দেশে।   

মেঘ কন্যার খুনসুটি খুব,

আঁধার আলোর ঘরে। 

তিস্তা হয়ে ছুটে বেড়ায়,

ঝর্ণা হয়ে ঝরে।   

খুশির ঘরে হঠাৎ আসে 

গোমড়ামুখো দিন।  

চোখের জলে বেড়ে ওঠে 

হাসির ঘরে ঋণ । 

কন্যা তখন স্বপ্নে দেখে 

আলোয় মাখা পাহাড়।  

ঘুম ভেঙে যায়, ঘরের কোনে 

জমাটবাঁধা আঁধার।  

রাত পেরিয়ে, আবার ঘরে

রোদের ফালির জিৎ।   

হাসির খেলায় মনমাতানো,

লম্বা ছুটির ভিত।   

মেঘ কন্যার খুনসুটি খুব,

আঁধার আলোর ঘরে। 

তিস্তা হয়ে ছুটে বেড়ায়,

ঝর্ণা হয়ে ঝরে ।

krishanukundu@gmail.com



No comments:

Post a Comment