1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

যাবার কথা


যাবার কথা 

মলয় চৌধুরী 

কোন কথা ছিল না কখনো

তবু যেন মনে হল
কথা ছিল কোথাও যাবার।
এমন ভুলতো হয়েছে বারবার
বিকেল দাঁড়িয়ে ছিল একলা
দেখা করিনি
মনের মধ্যে বৃষ্টি কয়েক পশলা
ভিজিয়েছে
তারপর গাঢ় অন্ধকারে
ছুঁয়েছি নিজেরই মুখ,
এক অন্যরকম সুখ
দিন দিন যন্ত্রণাকে করেছে গভীর
কোন্ ঘরে বাস করে হয়েছি স্থবির ?

প্রতিটা বিচ্ছিন্ন পৃথিবীর শুরু
আমার যে হাতে
তাকে তো পারিনি মিলাতে
পরিবাহিত তাপের বিনিময়ে।
পারিনি বোঝাতে ভালবাসা মরে যায়
নিত্য ব্যবহারে
আসলে যা পড়ে থাকে হারাবার ভয়।
অনেক কথার পরেও কিছু কথা
থেকে যায় মুখের আড়ালে
যার ভার সব থেকে বেশী,
সব থেকে বেশী তার ডুবে যাওয়া
উদাস খেয়ালে।

মাঝে মাঝেই মনে হয়
কোথায় যেন যাবার কথা ছিল
স্তিমিত দিনের ও পারে?
কেউ কি অপেক্ষায় ছিল
ভিতরে ভিতরে?
অনেক শব্দের ভীড় ঠেলে
যখন খুঁজতে গেছি তাকে
সে ঠিকানা পাক খেতে খেতে
মিলে গেছে গভীর অন্তর্লোকে।। 

chaudhurymaloy@gmai.com
জলপাইগুড়ি


No comments:

Post a Comment