...মহিউদ্দিন বিন্
জুবায়েদ
আষাঢ় এলো বৃষ্টি
ঝরে
দিন দুপুর,
খুকুর পায়ে জল
ছুঁয়ে যায়
ওই নুপুর।
আষাঢ় এলো কদম
কেয়া
ফুল ফোটে,
আষাঢ় এলো বাদলা
আকাশ
দিন জোটে।
আষাঢ় এলো ঘরের
বাইরে
সব মানা,
জেলে শুধু মাছের
ঝাঁকে
দেয় হানা।
আষাঢ় এলো ঘ্যাঙর
ঘ্যাঙ যে
ব্যাঙ ডাকে,
পুকুর ডোবা খালে
বিলের
ওই বাঁকে।
mohiuddinjubayed89114@gmail.com
শেরপুর । বাংলাদেশ
No comments:
Post a Comment