...মলয় পাল
এক পৃথিবী সুখ
চেয়েছি, দুজনে ভিজব বলে।
না ভিজিয়ে
বৃষ্টি কেন যাস হঠাৎ করে চলে,
চেনা পথ ভীজছে,ভীজছে একলা মন,
পেরিয়ে গেছি
চৌকাঠ জানিনা কখন।
এখন আর বৃষ্টি
ফোঁটা ছোঁয় না এ শরীর,
টাপুর টুপুর শব্দ
গুলো একান্ত বৃষ্টির ;
জল জমেছে একলা
ঘরে,ভিজছে চোখের কোন,
থমকে গেছে সময়টা,বৃষ্টি কেন করলি
এমন?
এখনও মেঘ করলে
আমার তোর কথাই ভাসে,
স্বপ্নে;গাছের ছায়ায়
ভিজছি আমি দাঁড়িয়ে তোর পাশে!
malaypal21490@gmail.com
হাওড়া
No comments:
Post a Comment