...সুজিত রেজ
আলতো দেখায় কোনও নগ্নতা নেই।
ফাল্গুনের একফালি চাঁদ
ঝুঁকে পড়েও ,
পৃথিবীর বুড়ো আঙুল স্পর্শ করতে পারে না।
ক্ষণসন্ধ্যায় একচোখ দেখিয়ে
সরে পড়ে উত্তর গোলার্ধে।
আলতো দেখায় কোনও নগ্নতা নেই।
কিন্নর গ্লাসে শ্যাম্পেন আর
হাঁড়িয়ার ককটেল ,
আমার ঠোঁটের জ্যামিতি অটুট থাকে না।
জড়ভরত হয়ে
বিচুলিগাদায় শিশিরপালক খুঁজে চলি।
আলতো দেখায় কোনও হ্যাংলামো নেই।
skrej17@gmail.com
হুগলি
No comments:
Post a Comment