...রাজু কদমা
আর কত রক্ত, গলগল করে ঝরবে
সীমান্তে !
কত মায়ের, কাজল চোখ হবে নদী
!
কত হৃদয়, ভেঙে স্পর্শ করবে
মাটি !
কত শিশুর, নরম তুলতুলে গাল
বেয়ে
গড়াবে টসটস
সমুদ্রের জল !
বাতাসে ভাসছে
কান্নার হাহাকার ধ্বনি
পৃথিবীর প্রতিটি
প্রান্তে মানুষ,
মানুষের থেকে
ক্রমশ যাচ্ছে দূরে সরে !
লাদাখের, প্রতিটি ঘাসের
ডগায়
স্বজন হারানোর
শোক l
সৈনিকেরাও, আধুনিক অস্ত্র মাটিতে
ফেলে হাতে রাখতে
চেয়েছিলো হাত l
সেনারা তো
চেয়েছিলো ভাই ভাই হয়ে
থাকতে বেঁচে, পরস্পর আলিঙ্গনের
হাত
বাড়াতে পরস্পরে
হাতে l
তাও কেন যুদ্ধ হয় ?
মারা যান সৈনিক !
পড়ে থাকে নিথর দেহ !
চাই না যুদ্ধ, চাই না মৃত্যু
থেমে যাক যুদ্ধ
নামের
পুতুল খেলার লড়াই
l
মানুষ থাকুক
মানুষের
পাশে, এখন'ই শেষ হয় যেন
সীমান্তে যুদ্ধ
যুদ্ধ লড়াই l
kadmaraju@gmail.com
বাঁকুড়া
No comments:
Post a Comment