.
..রঞ্জন চক্রবর্ত্তী
জোয়ারের জল
যেদিন বয়েছিল দু’কুল ছাপিয়ে
খড়কুটোর মত ভেসে গিয়েছিল বিশ্বাস
উত্তাল নদীর
স্রোতে যে উদ্দামতা ছিল
সেকথা ক’জননৌজীবি জানে!
সেইসব
ঝড়-বাদলের দিন -
বৃষ্টিতে ভিজে যাওয়া বিকেল
পরিযায়ী পাখিদের কলকাকলিতে ভরা
পড়ন্ত
বিকেলের আলোয় যা দেখেছি
আসলে তা সত্য নয়, আবার মিথ্যেও নয়
এ দুয়ের মাঝামাঝি কিছু
ranjan25574226@gmail.com
কলকাতা
No comments:
Post a Comment