1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, August 1, 2020

মেঘ ও গাছ

                                                                                          ...দেবানন্দ মুখোপাধ্যায় 

মেঘ করলেই গাছেরা ময়ূর হয়ে ওঠে,
পাতায় শিকড়ে শিহরণ জাগে।
তোমার মুখ মনের মধ্যে  মেঘের মতো,
গেয়ে ওঠে বাদল দিনের গান।

জানি সব মেঘে বৃষ্টি হয়না,
কিছু কিছু চলে যায় ভুল ঠিকানায়।
কেউ  কেউ বড় হবার আগেই
শেষ হয়ে যায়,
তবুও আশায় আশায় থাকি।

তাই মেঘ বা তোমাকে দেখলেই
গাছ হয়ে উঠি বারবার।।

iamdebananda@gmail.com
কলকাতা 

No comments:

Post a Comment