1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, August 1, 2020

ফিরে দেখা

                                                                                           ...রাজশ্রী ভট্টাচার্য্য


   একটা বেলুন চারটাকা দাম,


     লাল রঙ তার টুকটুকে ।

   ছোট্ট পুতুল, ড্যাবড্যাবে চোখ,

     খুঁজছে কাকে ফেসবুকে ?

     বাঘ, সিংহ, হাতি, ঘোড়া,

    রাবণ রাজার মুখোশ কই ?

     মুঠোফোনে সবই আছে,

    তবুও যেন নেই কিছুই ।।

 একটা দুপুর আচার চুরির,

  সাক্ষী থাকে নিশ্চুপে।

  গল্পগুলো গুম হয়ে আজ,

     বই ঢেকে যায় ই-বুকে ।।

 নতুন জামার গন্ধটা কই ?

  আনন্দরা একঘরে ।

    বিশেষ দিনের বার্তা আসে,

    চিঠিতে নয় মেসেঞ্জারে ।।

 মায়ের হাতের পোলাও পায়েস,

    যায় কি পাওয়া সুইগিতে ?

    অনেক কিছুই আধুনিকে,

     বদলে গেছে ভঙ্গীতে ।।

  পড়ার ফাঁকে সুযোগ বুঝে,

   জানলা দিয়ে ছুটলো মন ।

 কোথায় এখন সে-সব দিন,

  অতীত এখন টেলিফোন ।। 

বন্ধু মানেই ভার্চুয়ালি,

   নয় তো তারা প্রাণ প্রিয় ।।

   হটাৎ করেই চাই যদি আজ,

 অল্প কিছু গান দিও ।।

  সে গান থাকে খোলা হাওয়ায়,

  হাত ধরে কিছু পথ হাঁটা ।

 সাফল্যরা এগিয়ে থাকুক,


   উপড়ে ফেলুক সব কাঁটা ।।

rajashree.1093@gmail.com
কলকাতা

No comments:

Post a Comment