...সাত্যকি
স্ট্রিট আলোর
নীচে যে দীর্ঘ পথ শুয়ে আছে
ওরই গা বেয়ে
হেঁটে যাই
যেমন মই বেয়ে ওঠে মানুষ
প্রত্যেক বাতির
নীচে দাঁড়াই
আলোকিত ছায়া দেখি
তারপর আবার হাঁটি
মোড় আসে জটলার
মতো
অন্ধকার বসে
থাকতে দেখি
তাদের সাথে
নাতিদীর্ঘ পুরানো আড্ডা
হঠাৎ মেঘে থেকে
বৃষ্টি নেমে আসে
ভিজে যাই মলাটের
মতো
তারপর
কুন্দ ফুলের ঢেউ
দেখব বলে ফিরে আসি
বৃশ্চিকের মতো
অন্ধকার ঠেলে
বৃষ্টিকে
ব্র্যাকেট করে ছুঁয়ে থাকি
উত্তর 24 পরগনা
satyakiofficial27@gmail.com
No comments:
Post a Comment