...সমাজ বসু
গাছের
পাতায় মাঠের আলে
কার্নিশে কি টিনের চালে
কোথায় যে নেই
বৃষ্টি।
ফুলে ফুলে পাখির ডানায়
মাঝির হালে কচুরিপানায়
কোথায় যে নেই
বৃষ্টি।
জেব্রা
ক্রসিং ট্রামের তারে
জামার ভাঁজে শাড়ির পাড়ে
কোথায় যে নেই
বৃষ্টি।
স্কুলবাড়িতে খেলার মাঠে
শপিং মলে কিংবা হাটে
কোথায় যে নেই
বৃষ্টি।
ফেলে আসা স্মৃতির খাতায়
জলভাসি দু চোখের পাতায়
কোথায় যে নেই
বৃষ্টি।।
arghyabasu61@gmail.com
কলকাতা
No comments:
Post a Comment