...বৈদূর্য্য সরকার
নিউ ইয়ার মেসেজ
দেখে, মাঝরাতে বাদ্যি
শুনে
পার্কস্ট্রিট
অলিপাব গতজন্মের কাহিনী মনে পড়ে যায়,
তখন নিজের
খরচটুকু তুলতে পারলেই
রাস্তায় নাচতে
নামা যেত... শীতের রাতে ক’জনে
ফাঁকা ঘাটশিলা, নদীর চরে মহুয়া
আধকাঁচা মাংস সাথে ।
শৈশব কৈশোর শেষে
আজ মধ্যত্রিশে দাঁড়িয়েছি
ফটো থেকে পিতৃদেব, ‘কিচ্ছু হবে না’
বলে ওঠে না
স্তিমিত হয়ে আসা
মা, হঠাৎ ঘোর সংসারে
ঘাবড়ানো বউ
সবাই মিলে এমন
নিরাশ ভঙ্গিতে আমার দিকে তাকায়
আয়নায় নিজেকে
দেখতে ইচ্ছে করে না বড় একটা...
খোঁচা দাড়ি, ফোলা গাল বিরক্ত
চোখের একজন
সর্বদা আমাকে
লক্ষ্য করে যায় কাচের ওধার থেকে ।
মাঝে মাঝে
আশপাশের লোকের উদাহরণ দেখিয়ে
সে তীব্র এবং
কঠিন ব্যঙ্গ করে যায়...
যা পারিনি এবং যা
করেছি, সবকিছু নিয়ে ।
প্রাচীন কালের
বন্ধু এনআরআই
বিনা প্ররোচনায়
চারটে কথা শুনিয়ে যায়,
যেন গোটা দেশটার
ভার আমার ওপর দিয়েছিল ।
ব্যাকগ্রাউণ্ডে
তখন ঘ্যানঘ্যানে গলায় কে ভক্তিগীতি গায়
মাথার মধ্যে
শুনেছি পরিষ্কার, মোহমুক্তির পথে
বাজার খরচ
মুদিখানা গ্যাস ইলেক্ট্রিক ইএমআই ফোন
চাকরি ছিনালি বিষ
কাব্য... দেহপট সনে নট !
baiduryya.sarkar@gmail.com
কলকাতা
No comments:
Post a Comment