![]() |
ছবি : ইন্টারনেট |
স্বপনকুমার বিজলী
দিদিমণি যেই
ছুটিতে
ক'দিন গেলেন বাড়ি
আমিও সেই বইয়ের
সাথে
অমনি দিলাম আড়ি ।
আমার কেন ফুরফুরে
মন
বলতে কি কেউ পারো
এই পরেছি নতুন
জামা
ঘরে আছে আরও ।
বলতে পারো শাসন
মানার
আজ কেন নেই তাড়া
সন্ধে হলেই আলোর
খেলায়
উঠবে জেগে পাড়া ।
রাত হলে ও বলবে
না মা
এবার দু'চোখ বুজো
কেন জানো বাড়ির
পাশে
হচ্ছে দুগ্গা
পুজো ।

swapon2015sefali@gmail.com
দ: ২৪ পরগনা
No comments:
Post a Comment