![]() |
ছবি : ইন্টারনেট |
সুজিত রেজ
গালে দুটো ব্রণ বেরিয়েছে এই বুড়ো বয়সে। সাদা ভাতটা গালব বলে যেই হাত দিয়েছি ওরা সমস্বরে বলে উঠল :গেলো না, তোমার এবার দুধ দাঁত বেরোবে।
বাঁধানো দাঁতদুটো খুলে রাখলাম বেসিনে। বেশ বড় একটা হা করে আয়নায় মুখ ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে লাগলাম।
বৌ বলল : কী হল দাঁত খুললে কেন?
আমি বললাম : দুধ।
বৌ পনের ডিগ্রি মুখ বেঁকিয়ে চলে গেল রান্নাঘরে।
আমি ওপর থেকে টর্চ এনে মুখে ধরতেই দেখি , কয়েসে জুঁইয়ের ছোট একটা কুঁড়ি। ধবধবে সাদা।
এমন সময় একটা বিড়াল ডেকে উঠল : ম্যাও।
বৌ রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে উঠল : তাড়াও তাড়াও, কতবার বলেছি, বিড়ালটাকে লাই দেবে না। ও আমার চুল কামড়ে খেয়েছে।
ঝুঁটি বাঁধতে পারছি না।
আমি ফোকলা দিগম্বরের মতো হাসতে থাকলাম।
skrej17@gmail.com
হুগলি
No comments:
Post a Comment