1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 21, 2020

অফসাইড

 

ছবি : ইন্টারনেট

                                                                                             আফতাব হোসেন

     প্রায় একুশ বছর পর দেখা,দেখা মাত্রই চিনে ছিলাম,,সেই একই আছে,,ক্লাস IX এর আমার পাশে বসা ছটপট করা মনসা আর ফুটবলে কাউকে পাশ না দিয়ে হিরো হতে চাওয়া মনসা এখন সবজি ব্যবসায়ী,,একই রকম আছে,,চুলে আর গালে একটু অযত্ন আর দৈনতা এলেও মনটা এখনো একই,,দূর থেকে দেখেই চিল্লিয়ে ডাকল,,

কি রে ?? কেমন আছু ?? কুথায় আছু ??

20 বছর আগের ঝগড়া টা মনে হয় শেষ দেখা ছিল আমাদের,,মাধ্যমিকের পর উত্তরপাড়ার সঙ্গে ম্যাচ ছিল,,আমি রাইট আউটে,, আর তুই ফরওয়ার্ড লাইনে,,লীগ খেলা ছিল,দুজনেই তিনটে করে গোল করেছিলাম এ যাবত,,এবার গোল করলেই সিরিজ এর ট্রফিটা আমার হত,, তোকে কখনো কম্পিটিটর হিসেবে ভাবিইনি,, কোথায় তুই রোল নম্বর 86 আর আমি 5 , আমি ফার্স্ট বেঞ্চ আর তুই বাইরে নীল ডাউন,,আমি কুইজে চ্যাম্পিয়ন আর তুই কম্পারমেন্টাল,, শুধু ওই ফরওয়ার্ড লাইনটাতে তোকে হিংসে হত,,কিছু করারও ছিল না,, রাইট আউট পজিশনে গোল না পেলেও আমার প্রিয় পজিশন ছিল যে,,টিমও ওটাই চাইতো,,তবে ওই দিন রিস্ক টা নিয়েছিলাম,,তোকে পাশ দিতে পারতাম,,দিইনি,,গোলটা আমার দরকার ছিল,,তোরই বা এত হিংসের কি ছিল বুঝিনি,,সারাজীবন তো তোকে পাশ করেই গেছি, একটা দিন না হয় নিলাম রিস্ক,,বন্ধু রিস্ক না নিলে ম্যাচটা জিততাম না,,তুই কি ভাবলি আমি পারি না ? তোর ওই চোখটা না দেখলেও পারতিস।। ফার্স্ট বেঞ্চ রা সহজে হারে না বন্ধু ,,

" এভরিথিং ইজ ফেয়ার ইন -- " ,,থাক ওসব পুরোনো কথা।

বাড়িতে  এলে বাজারটা আমি করাই পছন্দ করি,,আজও গেছলাম,গরমে প্যাচ প্যাচ করতে করতে বাজার শেষে যেই বাড়ি যাব বলে বেরিয়েছি অমনি বাজারের একদম কোনায় কয়েকটা ঢেঁড়শ আর লঙ্কা নিয়ে দেখি মনসা বসে,,দূর থেকে দেখেই চেনা চেনা ঠেকছিল,,ঠিক এই রকম পরিস্থিতিতে খুব একটা ছন্দ খুঁজে পাই না আমি,,ঠিক কি বলবো,,কি করে শুরু করব এটা ভাবার আগেই হড়হড় করে মনসার ডায়লগ শুরু,,কি বে ? কেমন আছু ?? কুথায় আছু ?? মারা রোগা হয়ে গেছু ,, কি বাজার করলি,,?? দূর  এখন কেউ পটল খায়,,? লাউটা  তো পুরা পাকা কিনছু,, তরমুজ টাও তো মারা কাঁচা,,ভিতরটা পুরা সাদা হবে,,তোরা  মাস্টারগুলা খুব কিপটা,, দুটাকা খরচা করু না,,চা খাবি ?? চ  কাকার কাছে দুটা চা মারি,,তুই সালা ভাতের ফ্যান খা দিকি মোটা হয়ে যাবি,,বিড়ি খাবি ?? তোর একটা ছেলে কেনে,, ??আর একটা লিবি কবে ?? তোর বউ জানে তুই ছোটবেলায় কত ধ্যামনা ছিলি,,??বিয়েতে ডাকলিনি কেনে ?? বউ এর ছবি দেখা,,??ওরে সালা ফর্সা বউ তো তোর ,আমার টা মারা কেলটা,,।

পাক্কা 20 মিনিট বকার পর থামলো,,অনেক কষ্টে বললাম এখন আসি রে,, পরে এলে আবার দেখা করবো,,

আসলে মাথাটা ঘুরছিল ,,মাথার ওপর একগুচ্ছ অনিশ্চয়তা,,হাজারটা অভাব,,তীব্র অর্থনৈতিক দুরাবস্থা,,তাও খুব ভাল আছিস বন্ধু,,বিশ্বাস কর ভেবেছিলাম তুই বলবি তোর কিছু খারাপ থাকার গল্প,,বলবি তোর অভাবের কথা,,,ভেবেছিলাম বলবি আমাদের চাকরিবালাদের সুখের কথা,,আমাদের সুখ নিয়ে তোর হিংসার কথা শোনার জন্য উন্মুখ ছিলাম বুঝলি,,তোর চোখে সেই হেরে যাওয়া টা দেখতে চাইছিলাম,,কিন্তু নাঃ,,তুই বললি না,,তুই কিচ্ছু বললি না,,বিশ্বাস কর এখনো ভাবছি তোর কথা,,,ভাবছি কি করে এত সুখ পাস,,,বাড়ি লোন,,গাড়ি লোন,,ছেলের ইংলিশ মিডিয়াম আর পে কমিশনের ফাঁকে  আমরা সুখ মনজিনিস আর ডোমিনসে সুখ খোঁজার ব্যবসায়ী ,,,তোকে পেয়ে হাজারটা টেনশন কমে গেল মাইরি,,নিকোটিনের ধোঁয়ার গন্ধের মাঝেও সেই জলে ভেজা মাঠ টার গন্ধ আবার পাচ্ছি,,খুব ভাল থাকিস বন্ধু,,,,শুধু তোর জন্যই হাজারটা ভালোলাগা বুকের মধ্যে,,তুই এভাবেই ফরওয়ার্ড এই খেল,, আমি রাইট আউটেই ঠিক আছি ।

আর হ্যাঁ,, তোকে বলা হয়নি লাস্ট উত্তর পাড়ার সাথে ফুটবল ম্যাচে যে গোলটা আমি দিয়েছিলাম,,,ওটা অফসাইড ছিল,,।

aftab.hossainslb@gmail.com
পশ্চিম মেদিনীপুর




No comments:

Post a Comment