ছবি : ইন্টারনেট |
টুকরো বসন্ত
প্রমিতা প্রধান
তখন ফাগুন একুশ কিংবা বাইশ
বুকের বাঁ-দিক আগুনের দাবি রাখে
খোঁপায় শিমুল, সে অষ্টাদশী কনে
প্রেম তার মায়া-কাজল চোখে।
সেবার ফাগুন একলা মৃত নদীর মত
বর্ণচোরা পাতায় লেখা জোনাকিদের ব্যথা
উপোসী উনুন, হাওয়ায় মাতাল মধুমাস
শুকনো ঠোঁটের ভাঁজে মহুলের অবাধ্যতা।
ফাগুন মাস জমিয়ে রাখে ঝড়ের রাত
মন ভাঙলে জাহাজ ডোবে খুব গোপনে
বিষাদ পেরিয়ে বাসন্তিকা সোহাগ লেখে
ছা-পোষা প্রেম উপচে পড়ে সজনে ফুলে।
দহন দিনে পরখ করো হৃদয় তুমি
একজন্মে বেড়ে চলে তোমার ঋণ
হাওয়ায় ওড়ে মেঘের ছায়া, ঘাতক পলাশ
ফাগুন তোমায় ভুলে থাকা ভীষন কঠিন।
pramita.pp.pradhan@gmail.com
No comments:
Post a Comment