![]() |
ছবি : ইন্টারনেট |
যৌগিক সংখ্যারা
শুভজিৎ দাস
" মৃদু আঁচে
বাতাস বয়ে বেড়ায় এক পাশ থেকে আরেক পাশে
কুমেরূ সাগরের
জলীয় কনা হানা দেয়
বাষ্পাকারে ,
ছায়া জগতের বাকলে গজানো
অচ্ছুৎ বাক্যরা মিলিয়ে যায়
শরীরতত্ত্বের বিনয়ী ইতিহাসে ।
গ্ৰীন হাউসের নিস্ক্রিয় গ্যাসে
আদিম যৌগিক সংখ্যাদের ঘুম ভাঙে,
এক পা
এক পা করে এগিয়ে চলে মৌলিক সংখ্যার
তাগিদে ।। "
dasshubhajit08@gmail.com
হুগলি
No comments:
Post a Comment