1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

তিনি সত্যজিৎ

 

তিনি সত্যজিৎ

রবীন বসু


                            দীর্ঘ ঋজু ওই শালপ্রাংশু দেহ                                   

প্রতিভায় ঋদ্ধ, নন আর কেহ,

গ্রেট ডিরেক্টর, গল্পকার বটে

প্রফেসর শঙ্কু মগজের তটে।


গানে সুর দেন, গুপিবাঘা গায়

প্রকৃতি ভাসল আনন্দ ধারায়।

কষ্টের চালচিত্র দুঃখভরা দিন

পথের পাঁচালী, প্রভাতের বিন।


মগজাস্ত্র খাড়া, এ প্রদোষ মিত্র

মানবতাপূর্ণ মনমোহন মিত্র।

আগন্তুক হয়ে শিকড় খোঁজেন

অনাবিল সত্য, সারল্য বোঝেন।


প্রচ্ছদে অনন্য, লিপির কুশলী

খেরোর খাতায় আঁকে চিত্রশিল্পী।

যুগের আইকন,  নিপাট বাঙালি

ক্যামেরা চেনায় বেনারসি গলি।


কিশোর-কিশোরী জানে ফেলুদাকে

বুকের গভীরে রাখে জটায়ুকে।

স্রষ্টার সবুজ মানুষ, এলিয়ান

কল্পবিশ্ব নিয়ে তো কল্পবিজ্ঞান।


সাহিত্যে অক্ষয়, চলচ্চিত্রে ভাষা

মানিক-ব্যক্তিত্ব আমাদের আশা।

শতবর্ষে আজ নমী পথিকৃৎ

অন্ধকারে আলো, তিনি সত্যজিৎ।

rabindranathbasu616@gmail.com

কলকাতা

No comments:

Post a Comment