1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

সম্পর্ক

ছবি : ইন্টারনেট

সম্পর্ক 

রুনা দত্ত 

কারো কারো সাথে কখনো কখনো এতো ভুল বোঝাবুঝি রাগ অভিমান হয় যে.... মনে হয় এতো অবুঝ,ধুর এ সম্পর্কে আর একমুহূর্ত ও থাকা সম্ভব নয়। চোখ দিয়ে ফোটা ফোটা জল অঝোরে নেমে এসে ভিজিয়ে দিতে থাকে মনটাকেও ,মনে হয় সব কিছুই ছেড়ে ছুড়ে যে দিকে দু চোখ যায় চলে যাই ! এসব ভাবতে যখন এলোমেলো ভাবে গুটিশুটি হয়ে যখন ঘুমিয়ে পড়ি তখন ওই অবুঝ মানুষটিই এসে আস্তে আস্তে ডেকে তোলে ,সযত্নে খাইয়ে দেয় তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবার ঘুমও পাড়িয়ে দেয়। যখন খুব জ্বর আসে এই অবুঝ মানুষটাই সবচেয়ে অস্থির হয়ে পড়ে । দিন রাত সব বাদ দিয়ে মাথার কাছে বসে থকে। বারবার জ্বর দেখে , জলপট্টি দেয়। খাবার বানিয়ে নিয়ে এসে এক চামচ এক চামচ করে খাইয়ে দেয় ।প্রতিমাসের ওই চারটি দিন যখন শরীরটা খুব রক্তাক্ত হয় , বমি বমি পায় , পেট ব্যাথা মাথা যন্ত্রণায় শরীর অস্থির করে তখন ওই অবুঝ মানুষটাই বলে--“একদম শুয়ে থাকো উঠবে না কোন কাজ করবে না ," তারপর বারবার হটব্যাগ এনে দেয়।গরম সুপ গরম চা বা দুধকফি যা তোমার কষ্ট কমাবে তা বারবার এনে দেয় । যখন কোন কারণ ছাড়াই মুড খারাপ হয়ে থাকে কিছুই ভালো লাগেনা তখনও এই অবুঝ মানুষটাই যেন সবার আগে টের পেয়ে যায় আর বলে--“চলো কোথাও ঘুরে আসি মন ঠিক হয়ে যাবে। তারপর হয়তো কোন ধাবায় বসে দু গ্লাস দুধ চা সাথে নিয়ে সাধারণ টুকটাক কথা বলতে বলতে মন খারাপটাই উধাও হয়ে যায় । আসলে এই সম্পর্কটাই এমন যেখানে এই অবুঝ মানুষগুলোই আমাকে বা তোমাকে ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে জড়িয়ে রাখে, তোমার বা আমার ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখে সবসময় । অন্যদিকে তোমার টাকা পয়সা প্রাচুর্য বন্ধু বান্ধব সব আছে অথচ তোমাকে বা তোমার মন বোঝার কেউ নেই , তোমার সাথে কোনদিন কারো সামান্য কথা কাটাকাটি ও হয় না । বাইরে থেকে তুমি তোমার সংসার স্বামী সন্তান সব নিয়ে পরিপাটি নিখুঁত ভাবে গোছানো অথচ মনের দিক থেকে তুমি ভীষণ নিঃসঙ্গ ও একা । ভালোবাসা ও টান থাকলেই তার থেকে রাগ অনুরাগ মান অভিমান এই অনুভূতি গুলো বারবার ফিরে আসা স্বাভাবিক কিন্তু যেখানে মনের সাথে মনের কোন যোগাযোগই নেই সেখানে সম্পর্কর মধ্যে একটা বরফ শীতলতা ছাড়া আর কিছুই থকে না। তাই বারবার ভুল বোঝাবুঝি হতে থাক আর প্রতিবার তুমিও একেবারে সব ছেড়েছুড়ে চলে যাবো এই ভাবতে ভাবতে কাঁদতে থাকো আর তারপর কখন যেন বাচ্চা মেয়ের মতো জড়ো হয়ে বিছানার এক কোনায় ঘুমিয়ে পড়ো এবং প্রতিবার অপেক্ষায় থাকো কখন ওই অবুঝ মানুষটা এসে তোমার রাগ ভাঙাবে আর তোমরা হাতদুটো নিজের মুঠোয় নিয়ে বলবে - "সত্যি বলছি আর হবেনা এবার ওঠো একটু খেয়ে নাও," তখন তুমিও জলভরা চোখে অবুঝ মানুষটার পিঠে দুমদাম মারবে আর বলবে --“কেন আমাকে রাগাও বারবার ,কেন কাঁদাও বারবার", তারপর ওই অবুঝ মানুষটিকেই আঁকড়ে ধরে তার বুকে মুখ লুকাবে ॥

...(সমাপ্ত)...




No comments:

Post a Comment