ছবি : ইন্টারনেট |
ডেঙ্গু নিধন
সবিতা বিশ্বাস
বর্ষা এলে ডেঙ্গু বাড়ে
এডিস মশার কামড়ে,
জ্বরে ব্যথায় সোনামনারা
মাকে ধরে আঁকড়ে।
ফুলের টব পুরনো জুতো
যেগুলো লাগেনা কর্মে,
মহানন্দে এডিস মশা
তারই ভিতর জন্মে।
পুরুষ যারা এডিস মশা
নির্বিষ তারা ধর্মে,
ভাইরাসবাহী স্ত্রী মশারা
হুল ফোটায় মর্মে।
বাঁচতে চাইলে ওদের থেকে
মশারি টাঙাবে রাত্রে,
লার্ভা ধংসে ‘টেমিফস’ দেবে
জমানো জলের পাত্রে।
এসো সকলে শপথ করি
ডেঙ্গু করব নিধন,
নিকাশ করে আবর্জনা
উড়াবো জয়ের কেতন ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment