সত্যজিৎ রায়
দেবানন্দ
মুখোপাধ্যায়
চলচ্চিত্র কিংবা ফেলুদা
শঙ্কু কিংবা আঁকায়
দেশজুড়ে যার নাম,
তিনি সত্যজিৎ রায়।
নিজের দৈর্ঘ্য ছাড়িয়ে
দু' হাত দিয়ে অবিরাম
ব্যস্ত আকাশ ছোঁয়ায়,
তিনি সত্যজিৎ রায়।
গান, কলম,সুর ও ছায়াছবি
তুলি ও রংএর চিত্র,
বিশ্বদরবারে সম্ভ্রম আদায় -
তিনি সত্যজিৎ রায়!
iamdebananda@gmail.com
বাকুড়া
No comments:
Post a Comment