1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Thursday, July 1, 2021

পরিবর্তন

 

ছবি  : ইন্টারনেট

পরিবর্তন

সৌমিত্র চট্টোপাধ্যায়

বহুকাল ধরে বোনা আছে বীজ

সেই বিপরীত পথে বেড়ে ওঠে মহীরূহ

মাটি ফাটে, আগুন ছোটে তলে তলে

ভূস্তরের যাত্রাপথে

 

বিগত-হরিৎ অনামা বৃক্ষবাহুর থেকে নেমে আসা সুখের সমস্ত পথ

আজ মিশেছে আরব্ধে,

রমণে ব্যস্ত চৈতালির সমগ্র বিশাখা প্রজন্ম


অবলুপ্ত বন্দরে নেমেছিল একদা সবল শস্যের রাজকীয় উৎপাদন

মানুষের হাতধরা ভেদাভেদহীন সরল উচ্ছাসে ভেসে যাওয়ার চিত্রপট

 

খনির অনাবিষ্কৃত অভ্রে এইভাবে কোন একদিন ঢাকা পড়েছিল

বিলুপ্ত হয়ে যাওয়া দিনরাতের

নিয়মমাফিক পরিবর্তন...

poesy.soumitra@gmail.com
পশ্চিম বর্ধমান

No comments:

Post a Comment