![]() |
ছবি : ইন্টারনেট |
এখন
জয়ীতা চ্যাটার্জী
এখন আমার ঘরের একটা দিকে
খুব বৃষ্টি নামে
আর একটা দিকে শীতের বাতাস
পাতা উড়িয়ে যায়
এখন আমার ভেতরে বাইরে
শুধুই বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস
এখন আর আসে না তুমি নামের
সাদা রোদ
ছাপিয়ে যায়না আমার ঘর
দালান
এখন শুধু পাতা ওড়ে আমার
চারপাশে
এখন শুধু বৃষ্টি আর
ঠাণ্ডা বাতাস।।
jayeetac953@gmail.com
উ 24 পরগণা
No comments:
Post a Comment