1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

মাদারী

 

ছবি  : ইন্টারনেট

মাদারী 

মলয় সরকার

 

      দুর্গাপূজার মহাষ্টমীর সন্ধ্যা। বাগবাজার সার্বজনীন মণ্ডপের সামনে বেজায় ভীড়। আলোর মালা। নানা জিনিসের পসরা। শিশু, বাঁশি আর হকারদের সাথে মাইকের আওয়াজে জায়গাটা জমজমাট। 

এর মধ্যে চলেছে নতুন নতুন জামা জুতো পরে সেজেগুজে ছোট ছোট ছেলেমেয়েদের সারি। বাবা মায়েদের সাথে সব চলেছে ঠাকুর দেখতে।হাতে হয় আইসক্রীম  বা বেলুন কি অন্য কিছু খেলনা।

এর মধ্যে একধারে বসেছে মাদারী খেলার আসর। লোকে দেখছে যেতে যেতে। কেউ দু'দণ্ড দাঁড়াচ্ছেআবার কেউ না দাঁড়িয়েই দু একটা পয়সা ছুঁড়ে দিচ্ছে। ডুগ ডুগ ডুগ ডুগ-- বাজছে ছোট ঢোলক। মা বাজাচ্ছে। একটা দুপাশে বাঁশে বাঁধা তারের উপর হাঁটছে ছোট্ট একটি মেয়ে। কতই বা বয়স, সাত কি আট হবে।ময়লা একটা অল্প ছেঁড়া ফ্রক।কপালে আর দু গালে একটু লাল রং ঘসা।মা টার পিঠে একটা বাচ্চা বাঁধা আর একটা বছর পাঁচেকের ছেলে, ময়লা, খালি গায়ে একটা তোবড়ানো কৌটো নিয়ে তৎপর হয়ে আছে, কেউ পয়সা দিলে কুড়োচ্ছে। কতদিন সব চান করেনি হয়ত।বাপটা কোথায় কে জানে- অন্ততঃ কাছাকাছি দেখা যাচ্ছে না।

মা টা ঢোলক বাজাতে বাজাতেই কথা বলে যাচ্ছে--"খেলা দেখুন বাবুরা- ব্যালেন্স কি খেল--তারের উপর দিয়ে লড়কী হাঁটছে--" আবার মাঝে মধ্যে মেয়েকে সাবধান করেও দিচ্ছে, " সাওধানী সে চল বিটিয়া--ইধর উধর না দেখনা--" ডুগ ডুগ ডুগ ডুগ--"

 

এতটুকু একটা মেয়ে এক মানুষ উঁচু তারের উপর দিয়ে হাতে একটা সরু বাঁশ আড়াআড়ি ধরে এপাশ ওপাশ টলতে টলতে এগোচ্ছে সরু একটা তারের উপর দিয়ে। প্রতি পদে পদে পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা।লোকে

এরকম খেলা কোলকাতার রাস্তায় অনেক দেখেছে, তবুও দেখছে। গোল করে ঘিরেও দাঁড়িয়েছে কেউ কেউ। 

 

আজ আর মেয়েটির খেলা দেখানোর মন নেই। তার কেবলই মন চলে যাচ্ছে ওই রকম ঝলমলে নতুন জামা, বেলুনের দিকে। মাকে সকালে বলেছিল, আজ একটা বেলুন কিনে দিতে। মা ধমকে ছিল। বলেছে, আজ ভাল খেলা দেখালেপূজার সময়, কিছু বেশি পয়সা আমদানী হতে পারে।তাহলে, কাল বেলুন কিনে দেবে।

 

সবাই কত ভাল ভাল জামা পরে চলে যাচ্ছে পাশ দিয়ে। মনটা ওর ঠিক নেই। এই খেলা ও রোজই দেখায়। হ্যাঁ, ব্যালেন্সের খেলায় ভয় আছে বৈকি। তবে রোজ করে করে ওর অভ্যেস হয়ে গেছে।

আজও উঠেছে তারের উপর।ও যখন তারের মাঝখানে হঠাৎই একটা ওর মতই মেয়ে মাথায় সুন্দর রিবন বেঁধে দারুণ একটা জামা পরে ওর খেলা দেখতে দাঁড়াল। হঠাৎ ওর দিকে চোখ পড়তেই, মনটা কেমন হল কে জানে।

 

-হাঁ হাঁ, ধর ধর, পড়ে গেল গেল--

 

দৌড়ে এল এক গাদা লোক।ঢোলকের আওয়াজ থেমে গেল আচমকা। 

তারপর কি যে হল, ওর আর কিছু মনে নেই। ও কি করে উপর থেকে নীচে পড়ল, কিচ্ছু মনে নেই।

 

ও হাসপাতালের বেডে শুয়ে, জ্ঞান হতে চোখে ভেসে উঠলঝলমলে জামা, মাথায় লাল রিবন--


msarkar53@gmail.com

No comments:

Post a Comment