1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, April 17, 2022

অনুভব

ছবি  : ইন্টারনেট 

অনুভব  
পল্লব পত্রকার


 আজ দুপুরে আমার নতুন ফ্ল্যাটে কয়েকজন অতিথি আসবেন। 

    একটু আগে ব্রেকফাস্ট সেরে বাজার গিয়েছিলাম। এখন বাড়ি ফিরছি। হাতের ব্যাগে বাজার, মাছ, মাংস, মিষ্টি… 

    অ্যাপার্টমেন্টের কাছাকাছি এসে গেছি। বুড়ো ঝাড়ুদার ফ্ল্যাটের সামনে ঝাঁট দিচ্ছে। একটু দূরে তার তিন-চার বছরের রোগা টিনটিনে নাতিটা চুপচাপ দাঁড়িয়ে। ছেঁড়া গেঞ্জি, প্যান্ট। ধূসর আকাশটার মতই বিষন্ন, ফ্যাকাসে। আমি এক পলক তাকাতে বাচ্চাটাও তাকালো আমার দিকে।

    টুকটাক বেরোলে বা মর্নিং ওয়াকে গেলে আমি স্ট্রিট ডগদের বিস্কুট খাওয়াই। আজও খাইয়েছি। ছোট একটা বিস্কুট-প্যাকেট এখনও বাজারের ব্যাগে পড়ে আছে। 

    ব্যাগ থেকে সেটা বের করে বাচ্চাটার হাতে দিলাম। বাচ্চাটা আমার মুখের দিকে তাকিয়ে থাকল। 

    আমি মুখ ঘুরিয়ে ফ্ল্যাটে ঢুকে এসিটা অন করে সোফায় বসলাম। রাঁধুনীকে বললাম, বাজারের ব্যাগটা নিয়ে যেতে। তারপর চোখ বুঁজিয়ে আরামের শ্বাস নিতে নিতে ভাবতে লাগলাম, ঠিক আছে! সব ঠিকঠাক আছে!

...(সমাপ্ত)...



No comments:

Post a Comment