![]() |
ছবি : ইন্টারনেট |
চা-হীনা
নীলেশ নন্দী
বিয়ের আগে হীনার দুধ চায়ের প্রতি প্রবল আসক্তি ছিল। দিনে রাতে অন্তত পাঁচ-ছবার সে চা খেত। কিন্তু সম্বন্ধ করে বিয়ে হওয়ার পর যখন সে শ্বশুরবাড়ি এল, তখন থেকে সে দুধ চা আর পায় না। আদপে দিনে একবার, শুধুমাত্র সকালবেলা শ্বশুর-শ্বাশুড়ি এবং তার স্বামী আকাশ লিকার চা খান। বারেবারে অনুরোধ করা সত্ত্বেও এতটুকু দুধ চা সে পায় না। হীনা আকাশের কাছ থেকে অগাধ ভালোবাসা পায়, তবুও তার আবদারটুকু আকাশের কান পর্যন্ত পৌঁছয় না। এই প্রথমবার তার মনে হল, সে পরাধীন। স্বামীর আবদার মেটালেও তার নিজের আবদারের মূল্য কেউ দেয় না। আজ দেশটা স্বাধীন। তবুও কারও কারও জীবনে এখনও চরম পরাধীনতা বিরাজ করে আছে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment