1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, April 15, 2023

যুগের রীতি

ছবি : ইন্টারনেট

যুগের রীতি

অভিষেক ঘোষ


মসনদে বসে উচ্ছৃঙ্খল, জাদু দেখাইতেছে!

আমরা সব সুবোধ বালক, চলেছি নেচে নেচে।

টিকটক থেকে টক-শো - সব

গিলিতেছি মোরা হেই-গপাগপ,

সাগরেও অত জল নেই যত

ফেসবুকে আছে কবি!

ঢোঁড়া সাপ ভেবে, চুমু খেতে গেলে

হয়ে যাবে তুমি ছবি।


প্রকাশক বলে, আপনার টাকা

আর আমাদের শ্রম!

বই আপনার বিকোবেই দাদা,

অবসরে যাবে যম!

অগ্রিমে আর বুকিং-এর জোরে

পি.ডি.এফ. হয়ে পত্রিকা ধ'রে,

নিত্য-নতুন মৎস্য!

আছ যদি ভবে, লিখবে না তবে

কেমন আকাট হে তুমি বৎস!

...(সমাপ্ত)...

1 comment:

  1. পড়ে মনে হল ব্যাঙ্গাত্মক, তবে কথাগুলির সত্যতা আছে।

    ReplyDelete