![]() |
ছবি : ইন্টারনেট |
আজকের জগদ্ধাত্রী
ঋত্ত্বিকা চট্টোপাধ্যায়
আমি কন্যা... বোন....স্ত্রী...এবং মা
আমি ধরায় আনি আর এক নতুন
প্রাণ,
আমি কোনো কিছুতেই আজ নেই পিছিয়ে
ঘরের কোণে আর আমি থাকিনা লুকিয়ে।
বাইরে আজ আমার অনায়াস যাতায়াত
মহাশূন্য থেকে গভীর সমুদ্র করতলগত,
কর্মক্ষেত্র আজ আমার সর্বত্র,নেই ভয়
জানি আজ সব কাজই করতে পারি জয়।
ভালোবাসায় ভরাতে পারি সংসার-স্বজন
করতে পারি পরকে পলকে আপনজন,
সহ্য করতে পারি আমি অনেক অপমান
কিন্তু কোরোনা কখনো নারীর অসম্মান।
পুরাণ করেনি কখনো নারীকে অবহেলা ,
বর্তমানে নারীর প্রতি কেন এত ছলনা?
যদি ঘটে আজ নারী সমাজের জাগরণ?
নারী যদি আজ হয় প্রতিবাদিনী সর্বত্র সদা
যদি না করে আর ক্ষমা কোনো অন্যায়ের
দৃপ্তকন্ঠে যদি গর্জে সামাজিক অবক্ষয়ের
নারী করে যদি হরতাল না শুনে আবেদন।
ভেবে দেখেছ কি হবে তবে? পারবে তো
সামাজিক ভারসাম্য বজায় রাখতে ?
সামাজিক কল্যাণ, উত্তরণ ঘটবে তো?
সমাজ আরাধনা করে দেবীশক্তির কিন্ত
ঘরের দেবীর প্রতি চলে শত লাঞ্ছনা ।
মানসিক আর শারীরিক অত্যাচারে দেবী
আজ জর্জরিত.... প্রতি মুহুর্তে.. সমাজের
হেলদোল নেই কোনো... রাস্তায় নারী আজও নিরাপত্তাহীন... এখনও কোথাও কোথাও নারী সন্তান অবহেলিত...কি হবে
মৃন্ময়ীমূর্তির পুজো করে যদি চিন্ময়ী-র সম্মান না করো সঠিকভাবে?
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment