1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, April 15, 2023

কালা Qala (2022)

 

কালা Qala(2022)  

সায়নী আচার্য্য

সিনেমা দেখার অনুভূতি প্রথমবার অসাধারণ লাগলেও কিছু না কিছু ভুলভ্রান্তি সমালোচক ছাড়া ও সাধারণ মানুষের চোখে পড়ে বইকি। তাই আজ নতুন প্রকাশিত একটি হিন্দি ছবি'কালা' এর সমর্পকে কিছু আলোচনা করা যাক।গল্পটি প্রথমবার দেখা হলে দর্শক বুঝতে পারবে না যে আদৌ কোনদিকে জল গড়াবে। অথচ কিছুক্ষণ সিনেমা টি দেখা হলে বোঝা যাবে যে এখানেও সেই মান্ধাতা আমল থেকে চলে আসা ছেলে ও মেয়ের মধ্যেকার বৈষম্য কেই তুলে ধরা হয়েছে।গল্পের প্রথম থেকে শেষ অবধি কালা নামক মেয়ে টি নিজেকে মায়ের কাছে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে বিভিন্ন রকম বিপদ এর সম্মুখীন হয়ে বা নিজেকে সমাজের কাছে ছোট করেও চেষ্টা করেছে মাকে খুশি করতে। কিন্তু সর্বশেষে ক্লান্ত পথিক কালা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করাকে বেছে নিলে চূড়ান্ত অবহেলা ও হেও কে কারণ বলে মানা মেতে পারে।অপরদিকে কালার থেকে ভালো একটি ছেলে কে কালার মা ভালো গাইয়ে হিসাবে ছেলে করে বাড়ি নিয়ে এলে কালা সেটা সহ্য করতে না পেরে দুধে পারদ মিশিয়ে তার গলার আওয়াজ কে মারতে চাইলে ছেলেটি নিজেই পরে গলার আওয়াজ চলে যাওয়ায় আত্মহত্যা কে বেছে নেয়।আর তখন থেকেই ছেলেটির প্রাপ্য সম্মানকে কেড়ে নেওয়ার জন্য অবসাদে ভোগা কালা শেষমেশ নিজেও জীবন কে শেষ করে দেয়। সুতরাং , চূড়ান্ত অবহেলা আর পরিবারের থেকে মায়ের থেকে ভালোবাসা না পেয়ে নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে আর অবসাদ ছবিকে পরিণতির দিকে ঠেনে আনে। এক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী দের অভিনয় পারদর্শীতাকে সত্যি কুর্নিশ জানাই।তাই দু একটি নাম না বলে সকলকেই অসাধারণ অভিনয়ের জন্য বাহবা জানানো ছাড়া উপায় নেই।ছবিটিকে সর্বাঙ্গীন সুন্দর তো তারাই করেছেন।এছাড়াও পুরোনো পোশাক পরার ধরণ ও চোখে লাগার মতো। গতানুগতিক ধারার চলচ্চিত্র থেকে খানিক ভিন্ন নজির সৃষ্টি করায় হয়তো ছবিটির রেটিং ও কিছু বাড়তে পারে।

মূল্যায়ণ

 সর্বপরি কুসংস্কার আর অন্ধবিশ্বাস সমাজে অনেক মানুষকে কোণঠাসা করে দেয় যার পরিণতি টেনে আনে অবসাদ।তাই সংবেদনশীলতা ও সহমর্মিতা একান্ত কাম্য মানবজাতি কে বাঁচিয়ে রাখতে ও বৈষম্যতাকে দূর করতে।তাই সামাজিক বার্তাবাহী চলচ্চিত্রটি সত্যি অনন্য ও যথেষ্ট অর্থবহ।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment