1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, April 15, 2023

শয়তানের কলশী

শয়তানের কলশী 

সুমিত মুখার্জী

স্বাধীনতা যুদ্ধের আগের কথা।আমার দাদারা চার ভাই মিলে তখন নতুন বাড়িতে উঠেছে।বাড়ির মধ্যে ঘর ছিল তখন চারটি।একটি আমার দাদার আর বাকি তিনটা তার তিন ভাইয়ের।আমাদের বাড়ির পিছনে ছিল তখন একটি ছোট্ট পাটি বন।আর সে বনের মাঝখানে ছিল একটি ছোট্ট ডোবা।এলাকার কারো গরু মহীষ মারা গেলে এই ডোবাতে পেলা হতো।আমার দাদার ছিল বাজারে একটা ছোট্ট মুদি দোকান ।আর প্রতিদিন দোকান বন্ধ করে বাড়িতে ফিরতে তার অনেক রাত হয়ে যেত।এই এলাকায় তখন বিদ্যুত্‍ ছিলো না।তাই রাত একটু গভীর হলে চারপাশে সুনসান নীরবতা নেমে আসতো।

একদিন রাত্রি বেলা আমার দাদা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে এসে লক্ষ্য করলেন তাদের পিছনের যে পাটি বনটি আছে সেখান কেমন একটা শব্দ হচ্ছে।শব্দটা ছিলো অনেটা দুটি পিতলের বস্তু ধাক্কা খেলে যেমন হয়।আমার দাদা ছিল অনেক সাহসী প্রকৃতির একজন মানুষ।তিনি তখন ঘর থেকে একটি হারিকেন নিয়ে পাটি বনের ভেতর ঢুকলেন।তারপরে সোজা চলে গেলেন ঐ ডোবার কাছে।সেখানে গিয়ে একটি দূশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন।তিনি দেখলেন ডোবার জলে কিছু কলসি ভেসে আছে।আর সেগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেয়ে ঢং ঢং শব্দ হচ্ছে।তিনি তখন তারাতারি ঐ জায়গা ছেড়ে ঘরে চলে আসেন।

এই ঘটনার পরে কেটে গেলো বহু বছর।দেশ স্বাধীনের এক বছরের মাথায় আমার দাদা মারা গেলো।আমার বাবারা ছিল চার ভাই।সবাই তখন আলাদা আলাদা ঘর করে সংসার জীবন শুরু করলেন।এক সময় বাড়ির পিছন থাকা সেই পাটি বন আর ডোবার কোন অস্তিত রইল না।তবে বাড়ির পিছনে নতুন করে একটি পুকুর খনন করা হয়েছে।পুকুর খননের পরে বাড়ির সবাই তখন ঐ পুকুরে গোসল করত।আমাদের বাড়িতে এখন পরিবারের সংখ্যা বারটি।আমার বাবার ছিল এক চাচাতো ভাই।বাড়ির মধ্যে তিনি ছিল সবচেয়ে গরীব।তার ঘরটি ছিল চারদিকে বেড়া আর উপরে চন।আর উনাদের টয়লেটটি ছিল একেবারে পুকুরের পাশে।

একদিন গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাহিরে গেলেন।বাহির ছিল তখন হালকা চাঁদের আলো।হঠাত্‍ করে তার চোখ গেল পুকুরের দিকে।তিনি দেখলেন পুকুরের মাঝখানে জলের উপর কিছু কলসি ভেসে আছে।আর সেগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেয়ে ঢং ঢং শব্দ হচ্ছে।এই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং তারাতারি ঘরে চলে আসলেন।

সেদিন রাতে ঘুমের মাঝে কে যেন তাকে স্বপ্ন দেখাল কলসি গুলি সব সোনা রূপায় ভরপুর।আর এসোব কলসি তার হতে পার যদি তিনি কিছু শর্ত মানে।প্রথম রাতে স্বপ্নটি দেখে তিনি তা বিশ্বাস করলেন না।কিন্তু দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে ঘরে ভেতর একটি গর্ত খুঁড়তে।আর কলসি গুলো সেখানে আসবে।পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে এই বিষয় আলোচনা করলেন।তার পরে সিদ্ধান্ত নিলেন রান্না ঘরের ভেতর একটি গর্ত খুঁড়বেন।উনাদের রান্না ঘরটি ছিল মূল ঘর থেকে একটু আলাদা।সেদিন সন্ধাবেলা তারা দুজন রান্না ঘরের ভেতর একটি গর্ত খুঁড়লেন।তারপরে রাতের খাবার খেয়ে ঘরে এসে ঘুমিয়ে গেলেন।

মাঝ রাতে হঠাত্‍ একটি শব্দ শুনে তাদের ঘুম ভেঙ্গে গেলো।তিনি লক্ষ্য করলেন কে যেন তার নাম ধরে ডাকছে।আর আওয়াজটি আসছে ঠিক তাদের রান্না ঘরের ভেতর থেকে।তিনি এবং তার স্ত্রী দুজনি মিলে তখন একটি হারিকেন নিয়ে রান্না ঘরের দিকে গেলেন।রান্না ঘরের ভেতর ঢুকার সাথে সাথে একটি ধমকা হাওয়া এসে হাতের হারিকেনটি নিভে গেলো।চারপাশ তখন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেছে।এমন সময় একটি গায়বী আওয়াজ তাদের কানে ভেসে আসলো।কে যেন তাদের বলছে,তাদের বড় ছেলেকে এই গর্তের মধ্যে নামিয়ে কলসি গুলো নেয়ার জন্য।

এই কথা শুনে তাদের মনে মধ্যে একটু খটকা লাগল।তারা তখন কলসি গুলোর লোভ ছেড়ে দিয়ে ঘরে চলে আসলেন।পরদিন সকালে এই ঘটনা সবার মাঝে জানাজানি হয়ে গেল।সবাই এসে তখন গর্তটি দেখতে লাগলো।

সে সময় আমাদের গ্রামে এক বৃদ্ধ মুরব্বীর কাছে শুনলাম এগুলো নাকি শয়তানের কলসি।বহু বছর আগে আমাদের এলাকায় মগ আর ত্রিরপা উপজাতিদের বসবাস ছিল।তারা কুফরী কালাম করে তাদের সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখতো।কিন্তু তারা এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে এসোব সম্পদ মাটির নিচে থাকার কারনে তার কিছু অংশ নষ্টদের দখলে চলে গেছে।যারা লোভ করে এসোব সম্পদ ঘরে আনে তারা একে একে পরিবার ধ্বংস হয়ে যায়।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment