1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

লাইক শেয়ার কমেন্ট

 


লাইক শেয়ার কমেন্ট

সান্ত্বনা ব্যানার্জী


 ওহ!!! নাইস!!...........নীলা।

 বাপরে!!!!আমাদের পরী দিদি!!......পাপড়ি।

 চির যৌবনা!!!...............মনিকা।

  সুন্দরী নায়িকা!!!...........মুনমুন।

 হিরোইন লাগছে তো!!!!.............. নয়না।

          এক এক করে কমেন্ট গুলো পড়তে থাকে প্রণতি ফেস বুকে। গোয়ার সী বীচ থেকে তোলা ছবি গুলো ফেস বুকে পোস্ট করেছে জোনাকি।

বরাবরই সাজগোজ করতে ভালোবাসে জোনাকি। বলা ভালো রূপচর্চা নিয়েই থাকে। ভালোই, যে যাতে আনন্দ পায়। ভালো থাকাটাই কাম্য। একটা কমেন্ট করতে গিয়েও করলনা  প্রণতি। ভগ্নিসম সব সহকর্মী।  স্কুলে গিয়ে দেখাতো হবেই। তখন বলবে ।

                  আগের বাসটা মিস করে অটো ধরে স্কুলে পৌঁছতে একটু দেরি হয়ে গেল আজ। স্টাফ রুমে সকলের ব্যাগ রাখা, গেলো কোথায়সব!নিজের ব্যাগটা টেবিলে নামিয়ে রেখে বাথরুমের দিকে এগোয় প্রণতি। আরে!সবাই থামের আড়ালে এত কিসের আলোচনায় মত্ত?

পায়ে পায়ে এগিয়ে একটু আড়ালে দাঁড়িয়ে পড়ে প্রণতি।  কানে আসে ওদের কথাবার্তা........!

 বয়সের গাছপাতাল নেই জোনাকিদির সাজ দেখলি! বেড়াতে যেন কেউ আর যায় না! .......

.............নীলা।

যা বলেছিস!মা মেয়ের এক সাজ! রঙচঙে ঘাগড়া, থ্রী স্টেপ হেয়ার কাট, আর কয়েক মাস পর রিটায়ার করবে! ছাত্রছাত্রীরাও তো দেখবে! এ সব ফেস বুকে দেওয়া কেন!............পাপড়ি।

যতই মেক আপ করুক বয়সের ছাপ মুখে ফুটে উঠবেই, একটা লিমিট রাখা উচিত.........মনিকা।

নিজেকে খুব সুন্দরী মনে করে গো! রঙটা ফর্সা এই যা! মুখশ্রী মোটেই ভালো নয়! কুতকুতে চোখ ভুঁরো নাক!................মুনমুন।

বড়ো বড়ো ছেলে মেয়ে নাতি নাতনী! কি রুচি!...................নয়না।

             অবাক হয়ে যায় প্রণতি! গতকালের ফেস বুকে এদেরেই লেখা কমেন্ট গুলো চোখের

সামনে ভেসে ওঠে!!!!

...(সমাপ্ত)...



No comments:

Post a Comment