![]() |
ছবি : ইন্টারনেট |
মৌন
পিনাকী পাল
স্বপ্নে মৃত্যু হয়েছে বহুবার
মৃত্যুর শীতল স্পর্শ ভিজিয়েছে শরীর
তুমি পাশ কাটিয়ে চলে যাচ্ছ চেনা লাশের পাশ দিয়ে
চেনা বা হয়ত অচেনা
কোনো কথা নেই কথা নেই
এখন মৌন হবার পালা
দীর্ঘ বৎসর নীরবতা দাও
মৃত অক্ষর মুছে যাক বিস্মরণে...
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment