![]() |
ছবি : ইন্টারনেট |
শেষ ট্রেন
রুষা
শেষ ট্রেনের হুইসেল রাত কে বিদায় জানায়...
মিশে থাকে বিষন্নতা,
শেষ ট্রেনের যাত্রীরা বিষন্নতার একেকটি পাতা।
পসরার বোঝা ধকল মেখে চলেছে অনন্ত বিশ্রামের পথে...
তারা ঘরে ফিরছে।
শুধু বাতাসে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে,
যারা আজ ফিরছে...
তারা কি কাল ও ফিরবে?...
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment