1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

বেচেঁ আছি

ছবি : ইন্টারনেট

 বেচেঁ আছি

কৃষ্ণেন্দু রীত

ফাঁকা মাঠে রাত হয় না হঠাৎ

আস্তে আস্তে নামতে থাকে কালো,

মৃতপ্রায়,তবুও বেঁচে আছি

জানান দেয় অনেক দূরের আলো।


একলা বসে আকাশ - পাতাল ভাবা

আর নিভু আলোয় ঝিঁঝিঁ পোকার ডাকে

মনে পড়ে সেই মেঘলা দিনের কথা

অনেক কিছুই বলতে পারিনি তাকে।।


জ্ঞান আসলেই ফিরতে যাই বাড়ি

ক্লান্ত শরীর,ঠান্ডা হাওয়ার আঁচে...

বুঝতে পারি মৃত স্নায়ুগুলো- 

তোমার ছোঁয়ায় নতুন করে বাঁচে।।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment