![]() |
ছবি : ইন্টারনেট |
অব্যয় বুদ্বুদ
সুধাংশুরঞ্জন সাহা
জলোচ্ছ্বাসে তিস্তার দু'কুল ভেসে যায়...
বৃষ্টিভেজা পাহাড়ি রাস্তা লেখে ধ্বসের স্বরলিপি।
এক বুক কুয়াশা সাঁতরে ফিরে আসি একা।
বৃষ্টিমুখর রাতের মতো
নিপাট ব্যথার পাশে জেগে থাকে চোখ।
তবুও,গ্যাসবেলুন বিক্রেতার লাল,হলুদ বেলুন
মুহূর্তেই শিশুমনে এঁকে দেয় খুশির আকাশ।
এইসব অব্যয় বুদ্বুদে ভেসে থাকি,
বিশ্বাস ও আলোর অযুত পথে পথে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment