ছবি : ইন্টারনেট |
মৃত্যুর ছন্দ পতন নেই
মন্টু কুম্ভকার
জীবনের ছন্দ পতন নেই
মৃত্যুর বাতাস কেবল দীর্ঘশ্বাস আঁকে.....
দায় ভার এড়িয়ে যাওয়া যায় না
মৃত্যুর মূর্খতার কোনো প্রমাণ নেই বলেই জ্যান্ত ছবি দেওয়াল বেয়ে উঠতে থাকে।
কল তলা , বাতাবিলেবুর গাছ , বাবার বেতের চেয়ারে বসা সব আবছা হতে থাকে .........
তবু তারা বেঁচে থাকে
তবু তারা বাঁচিয়ে রাখে
দীর্ঘশ্বাস ফেলে.......
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment