1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

যোগসূত্র

ছবি : ইন্টারনেট

যোগসূত্র

জুয়েল দাশ

অদ্ভুত এক শূণ্যতা নিয়ে আমি জেগে আছি,

কোলাহলের জনঅরণ্যে  জিবাশ্ম হয়ে বাঁচি ।

শুষ্ক মনের মরমর শব্দ শোনে শুধু রাতের কিছু নিষ্প্রভ তারা,

তা না হলে এই পলকা প্রলাপ শুনবে বল কারা....?

কার এতো দায় আছে এই হিমশীতল বকবকুম শুনবে বিনা প্রতিবাদে...?

জিহ্নতার নিদারুণ ভার নিরবে বইবে কাঁধে?

জানো! ওরা আমার বিষন্নতায় ডুকরে কাঁদে,

আবার উচ্ছ্বাসে শিশুর মত খিলখিলিয়ে হেসে ওঠে।

হয়তো ওরাও অথৈই নাক্ষত্রিক মহা সমুদ্রে ভাসছে ভীষণ ভাবে একা,

এক বুক না বলা কথা উসখুস করছে ঐ ঝলসে যাওয়া ঠোঁটে!

হয়তো ওরাও আত্মা খোঁজে আমারই মতন করে,

শত শত আলোক বর্ষ, যুগান্তর ধরে ॥

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment