ছবি : ইন্টারনেট |
মাছরাঙা রোদ ঠিকরে পড়েছে মেঘে
পলাশ দাস
মাছরাঙা রোদ ঠিকরে পড়েছে মেঘে
বুদবুদের পিঠে ভেসে আছে মুখ
বহুদিনের পুরনো ধুলোবালির ওপর
ছড়িয়ে যাচ্ছে বুলবুলি রং ।
যারা বসে ছিল আঙুলে আঙুল রেখে
আসমানি রঙের খোঁপায়
জড়িয়েছিল ফুল
তাদের বাকি থাকে কথা
বাকি থাকে বিসদৃশ স্বপ্ন কল্পনা ।
বিকেলের রোদের মতো
তারা ঠিকরে পড়ছে বাতাসের খোলা শরীরে ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment