![]() |
ছবি : ইন্টারনেট |
পরিণতি
সায়নী আচার্য্য
স্পর্শকাতর জীবন খানি
বাসনা আঁকড়ে বাঁচতে চায়।
স্মৃতিমেদুর বিগত দিন
ডুকরে কাঁদে হায়! হায়!
প্রাণ ছিল তার বুকের মাঝে
অন্ধ আশা নিয়ে,
আবেগ প্রবণ হরেক রকম
অজানা বাসনা দিয়ে।
স্বার্থ বাঁচে বাঁচার স্বার্থে
রক্ষাকবচ হাতে,
নিয়তি কেবল পরিণতি দেয়
সকল অন্ত পথে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment