ছবি : ইন্টারনেট |
সময়ের শেষ
সন্তোষ ভট্টাচার্য
উষ্ণ বান্ধবতায় হাতঘড়ি ফিসফিস বলে যায়
গোনার কিছুই নেই, কোথাও কিছুই চলে না।
অনুতাপ আসবে যখন প্রশ্ন সে আনে সাথে করে
গতি যার সে গতিময় আর স্তব্ধতা নিরাময় আনে।
ভুল যদি বলো তবে মাঠে নিয়ে যাবে, ধুধু মাঠ
ছবির মতন, সকল সন্নত ঝুঁটি ধরে নেড়ে দেবে
পরিতাপ যদি বলো তাও, সকল প্রশ্নের শেষে।
হাতঘড়ি ফিসফিস বলে যাবে সময়ের গোনা শেষ।
ধুধু মাঠ, বন্ধ ঘর, দেওয়ালে ঘনায় মেঘ, প্রহর কাটে না,
কিছু সোনা, কিছু বা নকল তার মুখের আদল, কিছু হাতেগোনা
করাতের যুদ্ধ আছে গাছের গোড়ায়, যদিও শত্রুতা নেই
আলো নিভে গেলে, নক্ষত্ররা, নাহয় থেকে গেলে দুয়েকটা রাত।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment