ছবি : ইন্টারনেট |
দুর্গা
শঙ্খ ভট্টাচার্য
যোগমায়া
সৃষ্ট হলেন
শিল্পী-তুলির টানে,
মায়ের গর্ভে
জান্ হারাবে
আরেক দুর্গা জানে?
মহামায়া
দশভুজা
পড়বে আবরণ,
ইজ্জতে তার
হাত দিয়েছে
সে কোন্ সভ্য-জন!
কাত্যায়নী
উঠলো সেজে
দামী অলংকারে,
অসুরগুলোর
নখের আঁচড়
রক্ত চিবুক-ঘাড়ে।
দুর্গা মরে
আবর্জনায়
দুর্গা আঁতুড়-ঘরে,
চারদিনে তোর
ভাসান হবে,
প্রাণ ভেসে যায় খড়ে!!
No comments:
Post a Comment