1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

ক্ষয়ে যাওয়া চাঁদ কথা



                                        ...দীপক জানা
বেইমান চাঁদ কথায় ডুব দিলে নদীরও কষ্ট হয়
বুকজ্বলা প্রদীপ আয়ু নিয়ে স্বপ্নবীজ বুনে যায় হাত
যদিও একতারায় একই সুর
লাউ ডগাটা দুলছেই তবু

ছাগ শিশু কোলে যুবতী বুকেও এক শীতল পুকুর
স্নান গল্প লিখতে যাওয়া যুবকটা -
এন আর সি-তে হারিয়ে গেলে
কৃষ্ণচূড়াগুলো পুষ্পাঞ্জলি হয়

আসলে সমস্তই রাত গল্পের নিজস্ব সম্পদ
শুধু সেকেণ্ডের কাঁটা বোঝেইনা ঘন্টা মিনিটের চাতুরী
কেননা সব পাখি দাঁড়ে বসে ছোলা খেতে খেতে -
কৃষ্ণ নাম নাও গাইতে পারে
জানি, সব চুড়ি হাত আদর আঁকতে জানেনা

kobidipak@gmail.com
পশ্চিমমেদিনীপুর

No comments:

Post a Comment