1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

প্রাণ ভোমরা


                                                                                                                       ...তূয়া নূর

তার মনের ভেতর  আপন জনের বাসা
যেনো নিথর রাতের মাঝে এক বিন্দু নিস্তব্ধতার মতো
            গাঢ় হয়ে মিশে থাকা
দূরের তারার মতো স্থির দৃষ্টি—
লালনের একতারার মতোন টান টান করে বাঁধা,
যেনো গানের আসর থেকে নিয়ে যাওয়া সুরের রেশ।


লোকালয় থেকে দূরে
টগবগে আরবীয ঘোড়ায় ছুটে যাওয়া
সাত রাত আর সাত দিনের পথ
অসীম জলের এক সরোবর,
একশো একটা নীল পদ্ম যেখানে ফোঁটে
ধনেশ পাখিরা ওড়ে আকাশের নীলিমায়
দিনরাত পাহাড়ায় থাকে
                         পান্না রঙের সুতানলী সাপ

কে আসে সাহস করে তার চারপাশে?
মহাসমারোহে উড়ে এসে বসে ভোমরা সেখানে
তার বুকের ভেতর একটা লকেট
                  লুকানো, জানেনা কেউ তার কথা।
মনের ভেতর মন ছুঁয়ে থাকে জড়াজড়ি করে
আকূল ব্যাকুল হতবাক চাহনি তাদের।
লিলুয়া বাতাসে কাঁপে ভোমরার কারুময় পেলব শরীর
নীল জলের মায়াবী আয়নায় কাঁপে তার ছায়া
মোহময় এক চারদিক আলো করা শোভা!



tuwanoor@yahoo.com
আমেরিকা যুক্তরাজ্য 

No comments:

Post a Comment