1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

কলকাতা


                                                                                   ...সানি সরকার  



আলো ভেঙে যায় অন্ধকার ভেঙে যায়  

কোনখানে যাব - আসন বিছিয়ে দাও

        খুদ ছড়াও আরও কিছুটা

এই পুরনো বাড়ির ছাদে

তেমন-ই উড়ে আসুক ওরা আবারও

#-

ভুলে যেওনা এই জনসমুদ্রের ভিড়ে

এখনও এখানেই কিছুটা স্বস্তি - বেহালার সুর

                কারুকার্যময় ধ্বনি

বিষাদ যেটুকু আছে, সন্তর্পণে, নিজেদের-ই…

#-

তথাপি ভুল হয় বারবার

চলে যাই, যাই কোথায়…

কেবল ছবির মত দৃঢ় তরবারি

                চুপচাপ

#-

আমরা এইসব ভাবি এইসব দেখি

মিহিন সুতোর ওপর সেজে ওঠে

            উৎসবের কলকাতা

#-

গানের ওপর তুলি বোলাতে-বোলাতে

            জেগে ওঠে প্রিন্সেপঘাট

গানের ওপর থেকে নেমে আসে যুগল-বিনয়ী…


sany.sarkar2013@gmail.com 
কলকাতা

No comments:

Post a Comment