1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, May 1, 2020

এই নাও মোহন ,বাজাও


                                                ...মৃণালেন্দু দাশ (মৃণালকান্তি দাশ )

নির্জনতা ছুঁয়ে আছে তোমার অধর —
চারদিক চুপ ৷ অখন্ড অবসর পড়ে আছে একাকী ওই
সমুদ্র সৈকতে —

তুমি একবার শুধু স্পর্শ করো ঠৌঁট , অনামিকা
আর  কেমন নিঃশব্দ চরাচর ভেঙে
ঢেউয়ে  ঢেউয়ে বৃষ্টি নামে  সারারাত সমগ্র শরীর জুড়ে

এই নাও বাজাও তুমি কৃষ্ণের মোহন বাঁশিটি !

দেখো , কি অদ্ভুতভাবে আজো
খন্ড খন্ড মণি , ঝরে ঝরে বিগলিত জাহ্নবী যমুনা
দ্বাপর কলি হয়ে এখানে —

বসন্তের পলাশ  হয়ে উঠেছে ফুটে আমাদের নিধুমন !


কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগণা,
mrinalkantidas9831263065@gmail.com

No comments:

Post a Comment