....ফয়সাল আহমেদ
ডালিম
যদি কখনো আসো
তবে আমাদের
বাড়ির পিছনের জাম্বুরা তলায়
তোমাকে দাঁড়
করাবোই।
যেখানে সন্ধ্যা
হলেই পাশের ঝোঁপ থেকে জ্বলা জোনাকির আলোয় আমার মোবাইল থেকে বিচ্ছুরিত আলো একাকার
হতো,
দুরালাপনীর ফিসফিসানিতে
কত সন্ধ্যা রাতে পরিনত হতো।
আমাদের আবেগ
চুইয়ে পড়তো নারকেল পাতার ফাঁক গলে আসা জোছনার শরীরে।
কথোপকথনের
মুর্ছনায় আঁধারে ডুবে যেতাম।
কিশোরী
কামরাঙ্গা গাছটি এখন যৌবনবতী
যার ফুলে তোমার
খোপা বানানোর স্বপ্ন দেখাতাম।
তুমি এসো একদিন
আমাদের বড়
আমগাছটির নিচে
যেখানে তোমার
সাথে আলাপকালে চলতো হাঁটাহাঁটি,
দুর থেকে চলতো
আমাদের ভবিষ্য সংসারের খুনসুটি।
এখনো চলছি আমরা
শুধু পথ গেছে বেঁকে
তবু রয়েছি একে
অপরের সুখ হয়ে বুকে।
কুষ্টিয়া,বাংলাদেশ
jfa.dalim@gmail.com

No comments:
Post a Comment