1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, May 1, 2020

আলেয়া

                                                                                             ...মাসুদ হাসান

কত দিন কত রাত, কত মাস খালি হাত,
কেটে গেল আড়ালে ।
তবু যেন মনে হয় এইতো তুমি গেলে।

সিড়ি বেয়ে নেমে এলে,
দুপুর সেদিন জানালার কোলে।
চোখ ভরা পরিহাস, সন্দিগ্ধ ঊর্ধ্বশ্বাস।
মিছে হাসি গাঁথা মনে,
বুক ভরা অভিমানে।
অঞ্জনে আঁকা চোখ তবু সম্মুখ সমরে।
প্রতিদিন নব হয় স্মৃতি পলে পলে।

অঞ্চিত অঞ্চিত প্রাণ নব প্রেম আহ্বান,
আমার প্রতীক্ষায় ছিলে।
এইতো সেদিন পড়ন্ত বিকেলে।

পদ্ম পাতায় ছল ছল,
জ্বলজ্বল জল টলমল।
চড়ছে পারদ অভিমান অটল।
পিছু হতে ডাক দিয়ে,
মৃদু রেশে হাসি নির্ভয়ে।
ওড়নায় মুখ ঢেকে অন্তরীন এই তো সেদিন।

আলেয়ার আলো হয়ে গেলে।
masudhasan894@gmail.com

No comments:

Post a Comment